বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১২:২৯, ১৯ মার্চ ২০২৫

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সংগৃহীত

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে গজারিয়ার পুরান বাউশিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

বুধবার (১৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

অভিযানে অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

অভিযান পরিচালনাকালে কারখানাটির মালিকপক্ষকে না পাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি বলেও জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১২ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য দৈনিক প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়