রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:২৯, ১৫ মার্চ ২০২৫

এস এস সি ২০০৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

এস এস সি ২০০৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
সংগৃহীত

ঢাকায় এসএসসি-২০০৪ বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও এস এস সি ২০০৪ ব্যাচ এর ইফতারও দোয়া মাহফিলে  সমগ্র বাংলাদেশ এর ২০০৪ ব্যাচ এর বন্ধুরা মিলিত হয়েছে। এবং অতিথি হিসেবে এতিম শিশুদেরকে নিয়ে একসাথে ইফতার করা হয়। 

ইফতার মাহফিলটি সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলের সময় উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে পুরনো স্মৃতি স্মরণ করে, জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে এবং একে অপরকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়ায়। এর মাধ্যমে মানবিক মূল্যবোধের উন্নয়ন ও সহানুভূতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়া এতিম শিশুরা তাদের সাথে ইফতার করা এবং দোয়া সবার জন্য দোয়ায় শরীক হওয়া। যেখানে জাতি, দেশ ও প্রিয় বন্ধুদের মঙ্গল কামনা করা হয়। এছাড়া, সমাজসেবামূলক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। 

এস এস সি ২০০৪ বাংলাদেশ এর আয়োজনে আপন কমিউনিটি, রোব বাংলাদেশ, মালাভিস ফ্যাশন, সিয়াম গ্রুপ, রিভার প্যারাডাইজ এবং ভিআইপি ল্যান্ড মার্ক এর সৌজন্যে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  ফয়েজুর সৌখিন, কাজী আরেফিন, সাইফুল মানিক, আমিমুল ইহসান রোমেল, মিরাজুল হক অন্জন, পেয়ার মোহাম্মদ রোকন, অনুকুল অজিত, আল ফয়সাল সহ আরো অনেকে।

জনপ্রিয়