জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে জমায়েতে নিষেধাজ্ঞা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ঢাকায় আসছেন। এটি আমাদের জন্য খুবই সম্মাজনক বিষয়। এটি গুরুত্বপূর্ণ একটি ট্যুর। এই ট্যুরকে সামনে রেখে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনও ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধের সিদ্ধান্তটা এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে সলিডারিটি প্রকাশ করবেন। রোহিঙ্গাদের যে মানবিক সহায়তা কমে গেছে, সে বিষয় নিয়ে তার সঙ্গে যথেষ্ট আলাপ হবে। ’
তিনি বলেন, ‘মাগুরার শিশুটির মৃত্যুর খবরে আমরা খুবই শোকাহত। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, শিশুটিকে বাঁচানোর জন্য। আমাদের চিকিৎসকরা প্রাণান্তকর চেষ্টা করেছেন। যারা এ ঘটনায় অভিযুক্ত, তাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টা নিজে নির্দেশ দিয়েছেন, তাদের খুব দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয়।
প্রসঙ্গত, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনও প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।