সামনে এলো ৫ আগস্ট সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা!

সামনে এসেছে ৫ আগস্ট সেনানিবাসে আশ্রয় নেয়া ১৪৪ জনের তালিকা। যার মধ্যে উঠে এসেছে আওয়ামীলীগের এমপি – মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনী সহ বহু সমালোচিত ব্যক্তিত্বের নাম।
আইএসপিআর এর বিজ্ঞপ্তি অনুযায়ী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৭ জনের মধ্যে ১৪৪ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪৪ জনের নাম সম্বলিত এ তালিকা প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোষ্টে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন তিনি। পোষ্টের ক্যাপশনে তিনি লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া এই তালিকার অনুযায়ী ২৪ জন রাজনৈতিক নেতা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনের কর্মকর্তা, ১২ জন অন্যান্য বিভিন্ন পেশার ব্যক্তি এবং ৫১ জন আশ্রয় নেওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ঢাকা সেনানিবাসে প্রাণভয়ে সাময়িক আশ্রয় নেন।
১৪৪ জনের এই তালিকায় আছেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক এসবি প্রধান মনিরুল, সাবেক স্পিকার শিরিন শারমিন, প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আওয়ামীলীগ নেতা শাহজাহান খান, ব্যরিস্টার সুমন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আরও বহু সংখ্যক বিতর্কিত নাম।
এছাড়াও তালিকায় রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকৃত বহু সংখ্যক পুলিশ কর্মকর্তা, কনস্টেবল, নায়েক সহ সরকারের বিভিন্ন স্তরের কর্মচারী ও আমলা। ক্যান্টনমেন্টে ছিলেন দেশের একাধিক আদালতে দায়িত্বে থাকা বেশ কয়েকজন বিচারপতি। এছাড়াও সংশ্লিষ্ট পরিবারের বেশ কয়েকজন সদস্য আশ্রয় নেন সেনানিবাসে।
সাংবাদিক কনন সরোয়ারের দাবি বাকী ৪৮৩ জনের কোন নাম বা পরিচয়ের কোন তথ্য এখন পাওয়া যায়নি। এছাড়া রামু ক্যান্টমেন্টে ১০০ জন এবং সাভার ক্যান্টনমেন্টে ৩৩৬ জন পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় পেয়েছিল বলে অন্য একটি সূত্র জানিয়েছে। যাদের কোন তালিকা করা হয়নি।
তবে কয়েকজন মন্ত্রী এবং রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করলেও স্পিকার শিরিন শারমিন চৌধুরীসহ আওয়ামী মন্ত্রী ও আরো বেশ কয়েকজন নেতা এখনো বিভিন্ন সেনানিবাসের অফিসার্স মেস এবং বিভিন্ন সেনা কর্মকর্তাদের আত্মীয়তার সুযোগে তাদের আশ্রয়ে রয়েছেন, বিশ্বস্ত সূত্রে এমন তথ্য দিয়েছে কনক।