পল্টনে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের মিছিল ছত্রভঙ্গ, আটক কয়েকজন

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ‘মার্চ ফর খিলাফত’- এর লক্ষে রাজধানীর বায়তুল মোকাররমে উত্তর গেটে জুম্মার নামাজের পর জড়ো হতে থাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।
সকাল থেকেই, হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররমসহ পুরো এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।
তবে সকল কিছু উপেক্ষা করেই দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে নিষিদ্ধ সংগঠনটি ‘মার্চ ফর খিলাফত’ এর শুরু করেন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে। এসময় তারা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিতে থাকে।
পুলিশকে ব্যার্থ করে দিয়ে তাহরীরের লোকজন এগিয়ে যায় বিজয়নগর পানির ট্যাঙ্কের অভিমুখে। সেই মিছিলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল মারলেও সেটি উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যায় সংগঠনটি।
এক পর্যায়ে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশকে বেশ কয়েকজনকে আটক করতে দেখা গেছে। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে সে সংখ্যা এখনো জানা যায়নি।
সকল বিষয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের সাথে। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারাই বিশৃঙ্খল অবস্থা তৈরী করবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷