বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:৩১, ১ মার্চ ২০২৫

গরমের শুরুতেই শুরু হচ্ছে রোজা

গরমের শুরুতেই শুরু হচ্ছে রোজা
সংগৃহীত

বাংলাদেশে আজ শনিবার (১ মার্চ) চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, মার্চ মাস থেকেই দেশে গরমের প্রবণতা বাড়তে থাকে। ফলে পুরো রমজানজুড়ে আবহাওয়া কেমন থাকবে, তা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে, তবে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এছাড়া, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও, তা বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই।

জনপ্রিয়