শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঢাবি প্রতিনিধি :

প্রকাশিত: ২১:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবিতে খাবারের মান-ভর্তুকি বৃদ্ধির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ঢাবিতে খাবারের মান-ভর্তুকি বৃদ্ধির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
সংগৃহীত

রমজানে হলসমূহের ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিতে হলভিত্তিক প্রশাসনিক মনিটরিং সেল গঠন এবং প্রয়োজনানুসারে ভর্তুকি বৃদ্ধির জন্য আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর  স্মারকলিপি প্রদান করেছেন ঢাবি ছাত্রদল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দেয় ছাত্রদল নেতাকর্মীরা।

উপাচার্য সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রদলের  সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন। 

এসময় নেতৃবৃন্দ উপাচার্য মহোদয়ের কাছে দাবি দুইটি তুলে ধরলে তিনি সেগুলোর বাস্তবায়ন, বিশেষত মনিটরিং সেল গঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়