শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঢাবি প্রতিনিধি :

প্রকাশিত: ২১:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্ররাজনৈতিক দল ঘোষণার আগেই ত্রিমুখী হট্টগোল ও হাতাহাতি

ছাত্ররাজনৈতিক দল ঘোষণার আগেই ত্রিমুখী হট্টগোল ও হাতাহাতি
সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিকেলে ছাত্রদের নতুন দল ঘোষণার আগেই শিক্ষার্থীদের ত্রিমুখী হট্টগোলে দেখা যায়। 

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল তিনটায় ছাত্রদের নতুন দল ঘোষণার কথা ছিল। কিন্তু বিকাল সাড়ে চারটা গড়ালেও এখনো কোনো ঘোষণা আসেনি। বরং ত্রিমুখী কোন্দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন লণ্ডভণ্ড হয়ে গেছে। 

এদিকে, চারটা পরেনো মিনিটে সংবাদ সম্মেলনের পাশেই প্রথমে একদল শিক্ষার্থী স্লোগান দেয়- "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সিন্ডিকেটের কমিটি ভেঙে দাও গুড়িয়ে দাও"।

জানা যায়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদের অনুসারী। তারা বলেন, বৈষম্য করে রিফাত রশিদকে পদে রাখা হয়নি।

প্রতিমধ্যেই আরে্ক দল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী স্লোগান শুরু করে তারা বলেন, কমিটিতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাউকে রাখা হয়নি। এটা বড় ধরনের বৈষিম্য। বৈষম্য বিরোধীর ব্যানারে এমন বৈষম্য তারা মেনে নেবেন না।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী ও প্রাইভেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফুল হক রবিন গণমাধ্যমকে বলেন, তারা এ কমিটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন । তারা এ কমিটি মেনে নিবে না।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়