শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা : সেনাপ্রধান

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা : সেনাপ্রধান
সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এ প্রত্যাশা বুক্ত করেন তিনি। 

সেনাপ্রধান বলেন, "আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব।" 

তিনি বলেন, "আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।" 

তিনি আরও বলেন, "সেনাবাহিনীর ওপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কী কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমরা ভালো উপদেশ গ্রহণ করব, আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।" 
 
নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে উল্লেখ করে সেনাপ্রধান সবাইকে এক থাকার আহ্বান জানান। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়