শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ঢাবি প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

নতুন ছাত্রসংগঠনের আত্নপ্রকাশ হতে পারে আজ

নতুন ছাত্রসংগঠনের আত্নপ্রকাশ হতে পারে আজ
সংগৃহীত

জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একাংশ নিয়ে গঠিত হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। যার স্লোগান স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। আজ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্নপ্রকাশ করবে বলেও জানা যায়। 

এর আগে গত (১৭ ফেব্রুয়ারী ) এক সংবাদ সম্মেলনে ছাত্রসংঠনটির কাঠামো তুলে ধরেন আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। 

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন থেকে বেরিয়ে দলটির আত্নপ্রকাশ হবে। এটি হবে স্বতন্ত্র একক সংগঠন।

সংবাদ সম্মেলনে জানানো হয় সারাদেশ থেকে জনমত সংগ্রহ ও সদস্য সংগ্রহ করবে দলটি।

তবে নেতৃত্বে কারা থাকছে এ নিয়ে কথা বলেছে সংগঠনটির কয়েকজন নেতৃবৃন্দ। তারা বলেন, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি দেওয়া হবে তারপর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
পর্যায়ক্রমে জাহাঙ্গীরনগর, রাজশাহী, ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়া হবে বলে জানান তারা।

প্রাথমিকভাবে সংগঠনটির নেতৃত্বে পাঁচ জনের নাম জানানো হয়েছে। তারা হলেন-সমন্বয়ক আব্দুল কাদের, জাহিদ আহসান, আবু বাকের মজুমদার,তাহমিদ আল মুদাচ্ছির ও রাফিয়া রেহনুমা হৃদি।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের একটি কমিটি প্রকাশ করা হবে  বলে জানান ছাত্রসংগঠটির একটি প্রতিনিধি দল।

নতুন ছাত্রসংগঠনটি হবে মধ্যমপন্থী একটি দল। জুলাই বিপ্লব-ই হবে এর মূল ভিত্তি।

জনপ্রিয়