বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে : ভূমি উপদেষ্টা

শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে : ভূমি উপদেষ্টা
সংগৃহীত

সারা দেশে খুব শিগগিরই ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ভূমি উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

উপদেষ্টা বলেন, ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি।

আগামী ১০ মার্চের আগে কি ই-নামজারির পেন্ডিং আবেদনগুলো শেষ হয়ে যাবে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া চলমান আছে, প্রতিনিয়ত আবেদন পড়ছে। বিষয়টা হচ্ছে সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কি না। আশা করছি সেটা ১০ মার্চের আগেই হয়ে যাবে।

ভূমি ব্যবস্থাপনায় এখনো সাধারণ মানুষকে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে ই-নামজারির ক্ষেত্রে এটা বেশি হচ্ছে সে বিষয়ে আপনারা কি দিক নির্দেশনা দিলেন বা ডিসিরা কি কি সমস্যার কথা জানালেন– এমন প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, এখন ই-নামজারি করা যাচ্ছে। জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে এসে সেটা নাই হয়েছে। এখন সেটা করা যাচ্ছে। আমাদের কাছে প্রচুর লোক আবেদন করেছে। আমরা যখন শুরু করি তখন সমস্যা ছিল। আমরা যখন ডিজিটাল মাধ্যমে যাই তখন সারা দেশে সাড়ে ৪ লাখের মতো আবেদন পেন্ডিং ছিল। সেটা এখন কমে এসেছে। দিন দিন এটা আরও কমে যাবে। তখন মানুষের হয়রানিও কমে যাবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য আগামী ১০ মার্চের মধ্যে এটা করে ফেলব। আশা করছি তার আগেই মানুষ এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। আমাদের ভোগান্তি ৮০ ভাগ কমে গেছে।

জনপ্রিয়