যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা, ব্যারিকেড দিয়ে পুলিশের বাঁধা
দাবি আদায়ে জান্য এবার মিরপুর সড়কে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাঁধায় পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশের বাঁধার মুখে পড়েন তারা।
রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কের মুখে ব্যরিকেড দিয়ে আন্দোলনকারীদের বাঁধা দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রবিবার তারা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখে।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সাড়ে ৭টার পর হোটেল ইন্টার কন্টিনেন্টালারের সামনে পৌঁছায় তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
এর আগে আজ বেলা ১১টা থেকে শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করেন। ফলে সড়কটির সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন ওই রুটে চলাচলকারীরা।