শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:০৯, ২৬ জানুয়ারি ২০২৫

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এর বায়ুর স্কোর ২২৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত করা হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া যায়। 

ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম পাকিস্তানের লাহোর, বায়ুর স্কোর ২৬১। এ ছাড়া ২০৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর করাচি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়