বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩, ৯ মার্চ ২০২৪

রেলের টিকিট কালোবাজারি বন্ধের পদক্ষেপ গ্রহণ করছি : রেলমন্ত্রী

রেলের টিকিট কালোবাজারি বন্ধের পদক্ষেপ গ্রহণ করছি : রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম

রেলের টিকিট কালোবাজারি বন্ধে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। 

শনিবার (৯ মার্চ) রেল ভবনের সভা কক্ষে বাংলাদেশ রেলওয়ের পরিচালন এবং উন্নয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন,  জনগণের চাহিদা অনুযায়ী রেলকে স্বয়ংসম্পূর্ণ ও গতিশীল করে এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। রেলের কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেলকে জানবান্ধব পরিবহনে পরিণত করে প্রত্যেক জেলায় রেল সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি।

তিনি বলেন,  দেশের সম্পদ রক্ষা করাও আমাদের দেশপ্রেমের একটা অংশ,  কিন্তু কিছু দুষ্কৃতিকারী আমাদের রেলের উপর নাশকতা করছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে , রেললাইন কেটে ফেলে রেল দুর্ঘটনা ঘটাচ্ছে, বিভিন্নভাবে দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করছে। 

তিনি আরও বলেন, রেলের অনেকগুলো সমস্যা রয়েছে, এর মধ্যে অন্যতম সমস্যা হলো জনবল সংকট, জনবলের কারণে রেলে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যাচ্ছে না। সৈয়দপুর সহ রেলের সকল কারখানাগুলোতে লোকবল কম থাকায় উৎপাদন আশাঅনুরূপ হচ্ছে না। লোকো মাস্টার, স্টেশন মাস্টারের অভাবে অনেকগুলি স্টেশন বন্ধ হয়ে আছে। নতুন নিয়োগের মাধ্যমে লোকবল সংকট পূরণ করার কাজ চলমান রয়েছে,  আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নিয়োগ প্রদানের মাধ্যমে সংকট সমাধান করতে পারব।

আ/ম

জনপ্রিয়