নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান ব্রিটিশ এমপি আফসানার
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগম। তিনি হাইকমিশনে গিয়ে সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন।
সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে যান আফসানা বেগম। হাইকমিশনে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান।
আফসানা বেগম নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান জানান। হাইকমিশনের কনস্যুলার সেবা সম্পর্কে তিনি খোঁজ-খবর নেন। তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছ থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্পর্কে জানতে চান।
প্রসঙ্গত, পরপর দুবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন আফসানা বেগম।