সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ৬০ দিন বাড়ল
বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারও আগামী ১৪ জানুয়ারি থেকে ৬০ দিন বাড়ানো হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
পরে ৩০ সেপ্টেম্বর আগের প্রজ্ঞাপনে সংশোধন এনে 'সেনাবাহিনী'র জায়গায় 'সশস্ত্র বাহিনী' যুক্ত করে সেনা কর্মকর্তাদের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়।