বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০০, ১২ জানুয়ারি ২০২৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০ 

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০ 
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সাথে জড়িত থাকায় ৪০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই অভিযান চালানো হয়। তাদের থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়