ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর

বায়ুদূষণে আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২০৫, অবস্থান চতুর্থ।
বিশ্বের ১২৬টি দেশের মধ্যে এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ৩৪০ অর্থাৎ সেখানকার বায়ুও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে আছে ভারতের নয়াদিল্লি, স্কোর ২৪৭। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর। পঞ্চমে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৪।
একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।