ডাকসুর রোড ম্যাপ ঘোষণার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোড ম্যাপের ঘোষণার দাবিতে ও ডাকসু নির্বাচনে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকসুর রোড ম্যাপ ঘোষণার দাবি করেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করেন।
মিছিলে শিক্ষার্থীরা 'ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার', 'গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু' 'লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না' ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপমান করা মানে সকল শিক্ষার্থীকে অপমানিত করা। ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যপ ঘোষণা না করলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব।
সাবেক সহ সমন্বয়ক মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ বলেন, ছাত্রদল ডাকসু যেন না হয় তার জন্য ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র শিক্ষার্থীরা কখনো বাস্তবায়ন হতে দিবে না। অনতিবিলম্বে ডাকসুর রোড ম্যাপ ঘোষণা করে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
সাবেক সহ সমন্বয়ক এবি জোবায়ের বলেন, আমরা সন্ধ্যায় আওয়ামীপন্থী সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগ দেয়। যখনই আমরা ডাকসুর দাবিতে স্লোগান দিই, তারা আমাদের থেকে সরে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ২০১৯ সালে ছাত্রলীগের পাতানো ডাকসু নির্বাচনেও শিক্ষার্থীরা সাময়িকভাবে গণতন্ত্রের স্বাদ পেয়েছে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোড ম্যাপ চাই। আমরা ডাকসু হওয়ার আগে রাজপথ ছাড়ব না।