শনিবার ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:১২, ৩১ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার
সংগৃহীত

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলা‌দেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মো. জসীম উ‌দ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ক‌রেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব ২০২৫ সালের জানুয়ারিতে আসিয়ানের আসন্ন সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চান। তি‌নি চল‌তি বছ‌রের ৩১‌ মে মাল‌য়ে‌শিয়া যে‌তে না পারা ১৮ হাজার কর্মী যেন দেশটিতে যে‌তে পা‌রেন, সে বিষ‌য়ে জোর দেন। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শিগগিরই শুরু হবে। উভয়পক্ষ আগামী বছরের শুরুর দিকে পররাষ্ট্র দপ্ত‌রের পরবর্তী পরামর্শের জন্য আশাবাদ ব্যক্ত করেছে।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে।

উভয়পক্ষ জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল অর্থনীতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয়