বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:০২, ৩০ ডিসেম্বর ২০২৪

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব
সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে হামজার এক্সপ্রেস পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫)।  রবিবার দিবাগত রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু বলেন, চট্টগ্রাম থেকে হামজার এক্সপ্রেস পরিবহনে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। যাত্রাবাড়িতে না নেমে তিনি সায়েদাবাদ বাস টার্মিনালে চলে আসেন।

তিনি আরও বলেন, বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলেও তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তবে তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। ঢামেকের ৬০১ নাম্বার ওয়ার্ডে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়