মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:১৪, ২৯ ডিসেম্বর ২০২৪

আইন উপদেষ্টা

আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ে উদযাপন হবে

আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ে উদযাপন হবে
সংগৃহীত

দেশে আগামী বছরে বিজয় দিবসের আগে ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মানবতাবিরোধী সকল অপরাধের বিচারকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপ ২০২৪-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা সাবেক ফ্যাসিবাদী সরকারের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি জুলাই বিদ্রোহের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। দায়িত্ব নেওয়ার পরে দায়িত্বশীল ব্যক্তিবর্গ কাজ না করায় আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, কোনো প্রসিকিউটর ছিল না, আমাদের নতুন প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে এবং সঠিকভাবে কাজ করার জন্য পুরো সিস্টেমটি পুনর্গঠন করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দিনরাত কাজ করছি। আমাদের পুরো টিম সর্বোচ্চ ভালো কিছু করতে পুরোদমে কাজ করছে। আমি আশা করি আমরা আগামী বছরের মধ্যে বিচার বিভাগীয় প্রধান সমস্যাগুলোর সমাধান এবং বিচার সম্পন্ন করতে সক্ষম হবো।

মো. মনির হায়দারের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ,  গুমের শিকার দিদারুল ভূঁইয়া, মায়ের ডাক’র আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহিদ আহসান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়