রোববার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:২০, ২৮ ডিসেম্বর ২০২৪

মহাখালীতে আবাসিক ভবনে আগুন

মহাখালীতে আবাসিক ভবনে আগুন
সংগৃহীত

মহাখালীতে একটি দোতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টায় আমাদের কাছে সংবাদ আসে রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটি আবাসিক ভবন। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়