রোববার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৪১, ২৮ ডিসেম্বর ২০২৪

কদমতলীতে ইয়াবাসহ গ্রেফতার ২

কদমতলীতে ইয়াবাসহ গ্রেফতার ২
সংগৃহীত

কদমতলীতে অভিযান চালিয়ে ৫৮ হাজার ৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ডিবি-গুলশানের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. ইব্রাহীম ও নুর কামাল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ডিবি-গুলশান বিভাগের একটি দল কদমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কদমতলী এলাকায় কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পূর্বের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেয় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেটকারটিকে জব্দ করা হয়। এ সময় গাড়িটির চালকের আসনে ছিল ইব্রাহীম এবং যাত্রীর আসনে ছিল নুর কামাল। গাড়িটি তল্লাশি করে তাদের হেফাজত হতে ৫৮ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা অনেকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়