শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:০০, ২৫ ডিসেম্বর ২০২৪

মোহাম্মদ আলী জিন্নাহ’র ১৪৮ তম জন্মদিন ঢাকায় পালিত

মোহাম্মদ আলী জিন্নাহ’র ১৪৮ তম জন্মদিন ঢাকায় পালিত
সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে নওয়াব সলিমুল্লাহ একাডেমির উদ্যোগে মোহাম্মদ আলী জিন্নাহ'র ১৪৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) নওয়াব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুররাম আলি শফিকের ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।

ফারুক হাসান তার বক্তব্যে বলেন, "আপনার বাবা পাকিস্তানি ছিলো বলে আপনি বিহারি নন, এ মাটিতেই আপনার জন্ম। আপনি বাংলাদেশি। যাদের বাবা দাদাদের জন্য ভারতে তাদেরকে তো আমরা অন্য কোনো নামে ডাকি না! বিহারিদের নাগরিকত্ব সহ সকল প্রকারের সুযোগ সুবিধা প্রদানের কথা বলেন গণ অধিকার পরিষদের একাংশের এই নেতা।"

মোহাজের কমিউনিটির নেতা আমির আলী হাওলাদার বলেন, "আইয়ুব খান ৩৪ হাজার একর জমি মোহাজেরদের জন্য বরাদ্দ করেন, সেই জমি আজ তিন প্রজন্ম পরেও আমরা ফেরত পাচ্ছি না। আজ কায়েদ ই আজম মোহাম্মদ আলী জিন্নাহ আরও হায়াত পেলে মোহাজেরদের এই দুর্দিন দেখতে হতো না।"

অন্যান্য বক্তারা মোহাজের তথা বিহারিদের জাতীয় পরিচয় পত্র প্রদানসহ যাবতীয় নাগরিক অধিকার এবং তাদের আবাসনের বন্দোবস্ত করার জন্য দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের ফারুক হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ মোহাজের কমিউনিটির নেতা আমির আলী হাওলাদার, মোহাজের কমিউনিটির নেতা হারুনর রশীদ, গণ অধিকার পরিষদ নেতা মো: শামসুদ্দিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়