রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৩২, ২২ ডিসেম্বর ২০২৪

কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা, শাহবাগে বিক্ষোভ

কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা, শাহবাগে বিক্ষোভ
সংগৃহীত

ভাতা বৃদ্ধি করার দাবিতে কর্মবিরতি পালন করছে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। 

রবিবার (২২ ডিসেম্বর) আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (ডিএমজেএস) পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।

আন্দোলনকারীরা দুপুর ১২টা পর্যন্ত ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে সময় বেঁধে দিয়েছিলেন। তারা বলেছিলেন, এই সময়ের মধ্যে যদি ঊর্ধ্বতন দায়িত্ববান কেউ এসে আমাদের সমস্যার সমাধান করে, তাহলে আমরা রাস্তায় নামব না। অন্যথায় দুপুর থেকেই আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করব। তবে এ সময়ের মধ্যে কোনো আশ্বাস না পেয়ে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী জানান আপনারা ইতোমধ্যে অবগত আছেন চিকিৎসকদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি ও এর সহযোগী সংগঠন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিপিটিডিএ) ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের যৌক্তিক দাবি ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সরকারের কাছে প্রত্যাশা রেখে স্বাস্থ্যখাতের সব স্টেকহোল্ডার যথাক্রমে বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সবার সঙ্গে দেখা করি এবং সবাই ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথা দেন এবং ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। দুঃখজনক বিষয় হলো, ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। আমাদের প্রত্যাশা ক্রমেই হতাশায় রূপান্তরিত হয় যখন নজরে আসে ভাতা বৃদ্ধির সেই গুরুত্বপূর্ণ নথিটি অর্থ ছাড়ের জন্য অনুমোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেনি! যার প্রতিবাদ হিসেবে ১৪ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটামও ঘোষিত হয়েছিল।

এর মধ্যে ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন এবং ডা. তানভীর আহমেদ, নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা. আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয়ে মিটিং করা হয়। আশ্বস্ত করা হয় সেদিনই (১৫ ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

সংগঠনটি আরও জানায়, ২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকগণ কর্মবিরতি পালন করবে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়