রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:১৯, ২২ ডিসেম্বর ২০২৪

সচিবালয় ক্লিনিকে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা দিতে চিঠি

সচিবালয় ক্লিনিকে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা দিতে চিঠি
সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানের ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানের ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়