মারা গেছেন উপদেষ্টা হাসান আরিফ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গিয়েছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে মোয়াজ আরিফ।
মোয়াজ আরিফ বলেন, “বাবা অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ মেঝেতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”।