‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়
বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি বলেন, ‘আপিল বিভাগের এই আদেশের ফলে “জয় বাংলা” আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।’
এর আগে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছিল সরকার।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে দেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।