শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:১৩, ৮ ডিসেম্বর ২০২৪

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত

গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে তাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ সব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনকে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করছি।

সার্ক বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এই জোটের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ। সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।

জনপ্রিয়