বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:৩৪, ৩ ডিসেম্বর ২০২৪

বিমানবন্দরে র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৪

বিমানবন্দরে র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৪
সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাব এবং পুলিশের পরিচয়ে প্রবাসীর মালামাল ডাকাতি করার সময় চারজনকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার ও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— সার্জেন্ট ইকবাল, মো. মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক।

এপিবিএন সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে একজনের কাছ থেকে তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এরপর তাদের বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটকদের মধ্যে সার্জেন্ট ইকবাল এবং মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। বর্তমানে তারা র‍্যাবের সদস্য হিসেবে কর্মরত। পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন।

বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, আটকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে একই কৌশলে বিমানবন্দরসহ আশপাশের এলাকায় যাত্রীদের মালামাল ছিনতাই করে আসছিল।

জনপ্রিয়