মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে আজারবাইজান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে আজারবাইজান
সংগৃহীত

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর ও জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বৃহস্পতিবার (নভেম্বর ১৪) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এাব কথা বলেন তিনি।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, ব্যাপক ভিত্তিক একটি চুক্তি স্বাক্ষরের জন্য আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম বাংলাদেশ সফর করবে।

তিনি বলেন, তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভাবনা খুঁজে দেখছে।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রবৃদ্ধি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।  

প্রেসিডেন্ট আলিয়েব অধ্যাপক ইউনূসকে বলেন, আপনার কাজটা অনেক চ্যালেঞ্জিং।

কিন্তু আমি জানি আপনি এমন একজন যিনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান অধ্যাপক ইউনূসও জানান।

ইউনূস বলেন, দুই দেশ সমৃদ্ধ হতে পারে। যদি দ্বিপাক্ষিক বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে।

তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

প্রেসিডেন্ট আলিয়েব বলেন, আজারবাইজান সেবাগুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দূর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা শেয়ার করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কা লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়