শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:৩০, ১৪ নভেম্বর ২০২৪

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ আটক ২

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ আটক ২
সংগৃহীত

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সহযোগী মহিউদ্দিনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ১টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিন (৩৮) নামে দুজন ডাকাতকে আটক করা হয়। এসময় পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা জব্দ করা হয়। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়