বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:০৩, ১৪ নভেম্বর ২০২৪

কর্মকর্তাদের সম্পদের তথ্য দেওয়ার নির্দেশ ডিএনসিসির

কর্মকর্তাদের সম্পদের তথ্য দেওয়ার নির্দেশ ডিএনসিসির
সংগৃহীত

কর্মকর্তাদের সম্পদের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে নোটিশ দিয়েছেন কর্মকর্তাদের।

সেই নোটিশে সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান উল্লেখ করেছেন, সরকারি কর্মচারীদের সম্পদের সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিএনসিসির সব স্থায়ী কর্মকর্তাদের সম্পদের তথ্য দিতে হবে।

তিনি বলেন, নির্ধারিত ছক মোতাবেক হার্ড কপি সচিবের দপ্তরে দাখিল করতে হবে।

সচিব ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি ডিএনসিসির সব বিভাগ ও সব আঞ্চলিক কার্যালয়ে পাঠিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়