সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্য ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সকল ধরনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৬ নভেম্বর) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।
তিনি বলেন, "সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।"
এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এই ঘটনার পর সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরও কমে গেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার বিষয়টি নিয়েও এখন সংশয় সৃষ্টি হয়েছে। যদিও তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলার কথা ঘোষণা করেছিলেন, তবে এরপর তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
এছাড়া, সাকিব গত ১২তম জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট সংসদ ভেঙে দেয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান এবং এরপর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন।
এই অবস্থায়, সাকিব কিছুদিন আগে হত্যাকাণ্ডের মামলায় আসামি হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই তিনি অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি।