জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে বুনিয়া সোহেলকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ নভেম্বর) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-৯।
জানা যায়, মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলার আসামি এই বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।