বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:২৬, ২১ অক্টোবর ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরে ড্যাব-এনডিএফ সংঘর্ষ, আহত ৩

স্বাস্থ্য অধিদপ্তরে ড্যাব-এনডিএফ সংঘর্ষ, আহত ৩
সংগৃহীত

রাজধানীর স্বাস্থ্য অধিপ্তরের সামনে বিএনপি সমর্থক চিকিৎসক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জামায়াতে ইসলামী সমর্থক চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর মুখোমুখি সংঘর্ষেের ঘটনায় ৩জন চিকিৎসকের  আহতের ঘটনা ঘটেছে। 

সোমবার (২১ অক্টোবর) মহাখালী টিবি গেটস্থ স্বাস্থ্য অধিপ্তর ভবনের সামনে এই ঘটনা ঘটে। আজ সকাল থেকেই অধিপ্তর ভবনের সামনে অবস্থান নেয় ড্যাবের চিকিৎসকরা। এসময় তারা সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবি জানায়। অপরদিকে, ভবনের ভেতরে অবস্থান নিয়ে স্বাস্থ্যখাত সচল রাখতে বর্তমান নিয়োগপ্রাপ্তদের কাজের পথ সুগম করার দাবি জানায় এনডিএফের চিকিৎসকরা।

এসময় দুইপক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের পর্যায়ে পৌঁছায়। তবে এরই মাঝে একদল রড ও লাঠিসোঁটা নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে তিনজন চিকিৎসক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জনপ্রিয়