রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:৫৭, ২০ অক্টোবর ২০২৪

হাসিনাকে দেশে এনে আইনি বিচারের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হাসিনাকে দেশে এনে আইনি বিচারের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সংগৃহীত

বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি লড়াই করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এই আহ্বান জানান তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি আইনি লড়াইয়ে বিশ্বাসী। আমিও বলতে চাই শেখ হাসিনা দেশে এসে তার বিরুদ্ধে সব মামলায় আইনি লড়াই করুক।’

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ সারাদেশে অনেক মামলা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, এখন তাকে ফেরত আনতে আইনি পদক্ষেপ কী হবে এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা তার কথা বাস্তবায়ন করুক। তার ফিলোসফি বাস্তবায়ন করুক। সেতো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেকের উদ্দেশ্যে বলতেন পালিয়ে না থেকে দেশে এসে আদালতে মামলা ফাইট করেন। দূরে পালিয়ে থেকে নয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়