বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৩৭, ১৫ অক্টোবর ২০২৪

বাহরাইনের বিচার বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

বাহরাইনের বিচার বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
সংগৃহীত

বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী নাওয়াব বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সাথে সাক্ষাৎ করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস।

সোমবার (১৪ অক্টোবর) বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া দীর্ঘদিন ধরে বাহরাইনে ভিসাবিহীন বসবাস করা বাংলাদেশি মুয়াজ্জিন পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিউদ্দিন কায়েস।

বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার আয়োজনের জন্য দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ সবার প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৈঠকে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ মাহফুজুর রহমান।

জনপ্রিয়