সাইবার নিরাপত্তা আইন নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
বাংলাদেশকে সকল ধরনের কালা কানুন থেকে মুক্ত করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশে।সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে। একইসঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে। সেইসঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি।’
সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল।