শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪

সেন্টমার্টিনে যাওয়ার রেজিস্ট্রেশন ও ফি’র ব্যাপারে যা জানা গেল

সেন্টমার্টিনে যাওয়ার রেজিস্ট্রেশন ও ফি’র ব্যাপারে যা জানা গেল
সংগৃহীত

সেন্টমার্টিনে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে 'বিশ্ব পর্যটন দিবস-২০২৪' উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উদ্যোগ নেয়া হলেও প্রতিদিন কী পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন, তা চূড়ান্ত হয়নি। ফি নেয়ার বিষয়টিও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

আর বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।

এর আগে গত ৫ সেপ্টেম্বর 'সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে' এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়