বিশ্বের দ্বিতীয় দূষিত বাতাস ঢাকার
প্রায় প্রতিদিনই মতো আজও বায়ুদূষণের তালিকায় বিশ্বের মধ্যে উঠে আসছে রাজধানীর ঢাকা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর ) এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৫৪ যা খুবই অস্বাস্থ্যকর ও তৃতীয় অবস্থান হিসেবে বিবেচিত করা হয়েছে।
এদিকে বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০ টি দেশের মধ্যে, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ পর্যায়, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।