শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে টিসিবি পণ্য বিক্রি

আজ থেকে শুরু হচ্ছে টিসিবি পণ্য বিক্রি
সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশন অনুযায়ী আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম।

সাশ্রয়ী মূল্যে সারাদেশের নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে দেওয়া হবে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল।

শনিবার টিসিবির এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, কার্ডধারী এক কোটি পরিবার সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত স্থায়ী স্থাপনা (বিক্রয়কেন্দ্র) থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারবেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়