মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

প্রকাশিত: ১৫:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৪

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন ড. ইউনূস

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন ড. ইউনূস
সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন । 

(১১ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে দায়িত্ব নেওয়ার ১৭ দিন পর গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

সেই ভাষণে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে দায়িত্ব গ্রহণ করার কথা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ কখন নির্বাচন হবে, কি সংস্কার হবে, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ বন্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়