বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে পিবিআই
শেখ হাসিনা

বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনের সময় ঢাকার রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে বাবুল হাওলাদার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে।

মামলার অপর দুই আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদন জমা দিতে বলেছেন।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাদের গুলিতে বাবুল হাওলাদার গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু ঘটে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়