শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

দুর্নীতি দমনে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব ফ্রান্সের

দুর্নীতি দমনে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব ফ্রান্সের
সংগৃহীত

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার অ্যাজেন্ডা বাস্তবায়নে বিশেষ করে দুর্নীতি দমন, শাসন ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে প্রযুক্তিগত, আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রস্তাব দিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে হওয়া বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই এ প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি ব্যবসার পরিবেশ ক্রমান্বয়ে উন্নতির সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক ফরাসি কোম্পানি বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে।

জনপ্রিয়