চিকিৎসকদের শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

দেশের হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনার বিচার এবং নিরাপত্তা নিশ্চিতসহ বেশ কিছু দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাকা শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।
চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তোমরা আমার সন্তানের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছো। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো। আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।
ইতোমধ্যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিকমতো হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।