শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২৬ আগস্ট ২০২৪

ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত
সংগৃহীত

খুলে দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯ গেট। ফলে দেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন বলেন, ‌‘গতকাল (রোববার) ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। তবে আজ বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।’

এদিন এই বাঁধ থেকে ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক পানি। কর্তৃপক্ষের দাবি, পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিতে হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়