বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ২৫ আগস্ট ২০২৪

গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

গোলাম দস্তগীর গাজী গ্রেফতার
ফাইল ছবি

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পার নামও রয়েছে।

পল্টন থানার ওসি খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার এড়াতে তিনি আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জনপ্রিয়