কারাগারে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটকের পর বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান । শনিবার (১৭ আগস্ট) দুপুরে মাথায় পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানাযায় যে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা ও তাদের লক্ষ্য করে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে মামলা করেছে । ওই মামলায় গ্রেপ্তার করে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য উক্ত মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।